শনিবার, ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ১০, ২০২৫ by

গোমস্তাপুরে অটোরিকশার ধাক্কায় এক শিশু নিহত

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ইসমাইল (১০) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল বংপুর মোড় এলাকার শফিকুল ইসলামের ছেলে।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে বংপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া গতিতে আসা অটোরিকশা ইসমাইলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় চালকসহ অটোরিকশাটি আটক করে ইউনিয়ন পরিষদে জমা দেয় স্থানীয়রা।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মো. রইস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেনÑ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

About The Author

শেয়ার করুন