শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ১২, ২০২৪ by

গোমস্তাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দিঘা এলাকার আমবাগানে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে ওই এলাকার আমবাগানে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে। তবে স্থানীয়ভাবে কেউ ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেননি।
মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৬০-৬৫ বছর হতে পারে। পরনে পাঞ্জাবি ও লুঙ্গি ছিল।
গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) আজিম জানান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি। মরদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মারা যাওয়ার কারণ জানা যাবে। তার পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

About The Author

শেয়ার করুন