গোমস্তাপুরে অংশগ্রহণমূলক সংলাপ

18

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে অংশগ্রহণমূলক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
ডাসকো ফাউন্ডেশনের রিভাইভ প্রকল্প এই সংলাপের আয়োজন করে। সরকারি কর্মকর্তা ছাড়াও ওই প্রকল্পের উপকারীভোগীরা সংলাপে অংশ নেন।
উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মাহবুবুল আলম, ডাসকো ফাউন্ডেশনের কর্মকর্তা আলতাফুর রহমান, জেনারুল ইসলাম জিন্নাহ ও নারায়ণ চন্দ্র রায়।
সংলাপে উপকারভোগীরা তাদের দাবি-দাওয়াগুলো তুলে ধরেন এবং সরকারি কর্মকর্তারা সেবা পাওয়ার ধরন ও নিয়ম নিয়ে মতামত দেন।
উল্লেখ্য, রিভাইভ প্রকল্পটি সুইজারল্যান্ড দূতাবাস, হেকস ইপার সুইজারল্যান্ডের আর্থিক সহযোগিতায় এবং ডাসকো ফাউন্ডেশনের বাস্তবায়নে গোমস্তাপুর উপজেলার ৩টি ইউনিয়নে (রহনপুর, রাধানগর ও পার্বতীপুর) কাজ করছে ।