শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ২৫, ২০২৫ by

গোমস্তাপুরের বাশেদ হত্যা মামলায় র‌্যাবের অভিযানে গ্রেপ্তার আরো এক আসামি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের আব্দুল বাশেদ আলী হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর পলাতক আসামি মো. মেসবাউল হক (৩৫) নামের আরো একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত মঙ্গলবার দিবাগত রাত ২টায় বগুড়া জেলার সদর উপজেলার কমলপুর ছয়ঘড়িয়া মারকাজুর উলুম হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা হতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি গোমস্তাপুর উপজেলার সুবইল গ্রামের মো. এসলাম ওরফে ঝাঁটুর ছেলে।
বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে।
র‌্যাব আরো জানায়, গত ৯ জুন পূর্ব শত্রুতার জের ধরে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সুবইল গ্রামে আব্দুল বাশেদ আলীকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত আব্দুল বাশেদ আলীর মেয়ে বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র‌্যাব আরো জানায়, এই হত্যা মামলা নজরে নিয়ে পলাতক আসামিদের ধরতে কাজ শুরু করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ও সিপিএসসি বগুড়া র‌্যাব-১২ সিরাজগঞ্জ গত মঙ্গলবার দিবাগত রাত ২টায় বগুড়া জেলার সদর উপজেলার কমলপুর ছয়ঘড়িয়া মারকাজুর উলুম হাফেজিয়া ক্বওমী মাদ্রাসায় যৌথ অভিযান চালায়। সেখানে আত্মগোপনে থাকা বাশেদ হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মো. মেসবাহুল হককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

About The Author

শেয়ার করুন