গোবরাতলায় সরিষার বীজ বিতরণ ও ওরিয়েন্টেশন

10

চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলায় কৃষকদের মধ্যে উচ্চ ফলনশীল জাতের সরিষার বীজ বিতরণ ও উৎপাদন বিষয়ক ওরিয়েন্টেশন বুধবার অনুষ্ঠিত হয়েছে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর রুরাল মাইক্রো এন্টারপ্রাইজেস ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের আওতায় এই বীজ বিতরণ ও ওরিয়েন্টেশনের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
সরিষার নিরাপদ চাষাবাদ এবং নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধি শীর্ষক ভ্যালুচেইন উপপ্রকল্পের মাধ্যমে কৃষকদের মধ্যে সরিষা বীজ, জৈব সার, বালাইনাশক, ছত্রাকনাশক ও প্রযুক্তি সহায়তার উপকরণ বিতরণ করা হয়।
সকালে প্রয়াসের ইউনিট-১ গোবরাতলায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন- প্রয়াসের সহকারী পরিচালক জুলফিকার আলি, সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ জহুরুল ইসলাম, প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন।
এসময় উপস্থিত ছিলেন- প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) প্রকল্পের টেকনিক্যাল অফিসার রাজু আহমেদ, লিফট কর্মসূচির আওতায় চর ল্যান্ড লিজ প্রকল্পের কারিগরি কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুলাহ আল ইমাম, সহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিনসহ অন্যরা।
উপকরণ হিসেবে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কর্মএলাকার কৃষক সদস্যদের মধ্যে সরিষা বীজ, জৈব সার, বালাইনাশক, ছত্রাকনাশক ও প্রযুক্তি সহায়তা প্রদান করা হয়।