চাঁপাইনবাবগঞ্জে পলশা ও পরানপুর গ্রামে ৫শ’ ছাগলকে পিপিআর ও ২শ’ গরুকে তড়কা রোগের টিকা দেয়া হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির লিফট প্রকল্পের আওতায় সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নে ইউনিট-১‘র অধীনে একর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার কামাল, প্রয়াসের সহকারী কর্মসূচি ব্যবস্থাপক মো. ফারুক আহম্মেদ, লিফট প্রকল্পের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হারুনুর রশীদ, খামার টেকনিশিয়ান মো. জামাল উদ্দীন, উজ্জীবিত প্রকল্পের পিও (টেকনিক্যাল) মো. জুবাইদুর আলম, লিফট কুচিয়া প্রকল্পের মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. মামুনুর রশীদ।