চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলায় কেঁচোসার উৎপাদন ও ব্যবহার বিষয়ক ২ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল রবিবার সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রাণিসম্পদ ইউনিটের আওতায় গোবরাতলা ইউনিটে আয়োজিত রবিবারের প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুল মান্নান, প্রয়াসের প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার কামাল। এসময় অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই প্রশিক্ষণে ২৫ জনসহ জেলার বিভিন্ন ইউনিটে ৩২৫ জনকে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে।