Last Updated on সেপ্টেম্বর ১৫, ২০২৪ by
গোবরাতলায় রুই মাছের ধানিপোনা বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলায় পাঁচজন মৎস্যচাষির মধ্যে জি-থ্রি রুই মাছের ধানিপোনা বিতরণ করা হয়েছে। রবিবার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমন্বিত কৃষি ইউনিটের (মৎস্য খাত) আওতায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য গোবরাতলা শাখায় পোনাগুলো বিতরণ করে।
এ সময় উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির জোনপ্রধান মো. বাশার উদ্দিন, গোবরাতলা শাখা ব্যবস্থাপক মো. ওজিউর রহমান, মৎস্য কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাকসহ অন্যরা।