গোপন অভিসারে যাচ্ছেন

19

তাদের প্রেমকাহিনী নিয়ে কম কথা হয় না। নিত্য নতুন অনেক কিছুই সামনে আসে। তবে সেসব খুব চৌকসভাবে সামলান। বলা হচ্ছে বলিউড তারকাজুটি দীপিকা পাড়-কোন ও রণবীর সিং। শোনা যাচ্ছে নতুন বছরকে স্বাগত জানাতে গোপন অভিসারে যাচ্ছেন তারা। ২০১৮ সালের প্রথম সপ্তাহ মালদ্বীপে থাকবেন এই জুটি।
ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে এই খবর জানা গেছে।
মালদ্বীপের কোনো এক সমুদ্রসৈকতে গোপন অভিসারে একান্তে সময় কাটাবেন তারা। এই বিষয়টিও সবার কাছে গোপনই রাখতে চান রণবীর-দীপিকা। এদিকে আগামি ৫ই জানুয়ারি দীপিকার জন্মদিন। নববর্ষ উদযাপনের সঙ্গে প্রেমিকার জন্মদিন উদযাপনও হবে মালদ্বীপে।
সেখানেই প্রেমিকার জন্য বিশেষ পার্টির আয়োজন করবেন রণবীর। এমনটাই মনে করছেন অনেকে। তবে বিষয়টি নিয়ে রণবীর-দীপিকা এখনো স্পষ্ট কোনো মন্তব্য করেননি।