রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত এলাকা থেকে ১ কেজি ৯০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)’র সদস্যরা। গত বুধবার দিবাগত মধ্যরাতে গোদাগাড়ী বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসেন জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী বিওপির একটি বিশেষ টহলদল রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ৯০০ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করা হয়।