রাজশাহীর গোদাগাড়ী পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের সারাংপুর এলাকায় অভিযান চালিয়েছেন র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। অভিযানে ৬০৮ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত মঙ্গলবার বিকেলে র্যাবের একটি অপারেশন দল কোম্পানি লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে¡¡ মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় গোদাগাড়ী পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের সারাংপুর এলাকা থেকে ৬০৮ গ্রাম হেরোইনসহ মো. গোলাম মোর্তজা (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোর্তজা গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী গ্রামের মো. লোকমান আলীর ছেলে। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।