গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চাঁপাইনবাবগঞ্জের সাবেক ফুটবলার তাসুর

88

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় তসলিম উদ্দীন ওরফে তাসু (৭০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত তাসু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের চকটোলা গ্রামের মৃত এজারুদ্দিনের ছেলে। বৃহস্পতিবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উত্তর বালিয়াঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নিত্যপদ দাস এ তথ্য নিশ্চিত করে জানান,  বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উত্তর বালিয়াঘাটা এলাকায় একটি যাত্রীবাহী বাস বাইসাইকেল আরোহী তসলিম উদ্দীন তাসুকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলেও জানান গোদাগাড়ী থানা পলিশের এ কর্মকর্তা।
এদিকে মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাবুল হক বুলি জানান, নিহত তাসু একসময় ভালো ফুটবলার ছিলেন।