গোদাগাড়ীতে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ২

55

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে ২টি ওয়ান শ্যুটারগান ও ২টি বুলেটসহ দুজন গ্রেপ্তার হয়েছেন। গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সীমানায় বাসুদেবপুর ইউনিয়নের হাতনাবাদ গ্রামে একটি রাইস মিলের মাঠে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার আলালপুর গ্রামের মৃত খাবেদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) ও একই গ্রামের মৃত নিয়াজ উদ্দিনের ছেলে আব্দুল করিম (৫০)।
গতকাল শনিবার চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। এ সময় গতিবিধি সন্দেহজনক মনে হলে আটক করা হয় ফারুক ও করিমকে। পরে তাদের হেফাজত হতে অস্ত্র, গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।