গোদাগাড়ীতে র‌্যাবের হাতে অস্ত্রসহ আটক ১

14

র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলিসহ তরুণকে আটক করেছেন। গত শনিবার দুপুর দেড়টায় রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রসুনদীঘি সাধুর মোড় এলাকায় এ অভিযান চালানো হয় বলে র‌্যাব জানায়।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানায়। আটক হওয়া তরুণ সিরাজগঞ্জ জেলা সদরের মো. সামিদুল ইসলামের ছেলে মো. শামীম (১৯)।
র‌্যাব আরো জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের টহল দল কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে¡¡ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালানো হয়। অভিযানে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলিসহ মো. শামীমকে আটক করা হয়। এ ব্যাপারে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।