র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে ১ কেজি ৬০ গ্রাম হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গবন্তপুর গ্রামের মো. আক্তারুজ্জামানের ছেলে মো. সিহাব জামান (৩০) ও একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. জিয়ারুল (৩৬)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গত সোমবার বিকেল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার ৭নং ওয়ার্ডের ভগবন্ত গ্রামের রোডপাড়া এলাকায় অভিযান চালায়। চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে¡¡ মাদকবিরোধী এই অভিযান চালানো হয়। এ সময় ১ কেজি ৬০ গ্রাম হেরোইনসহ মো. সিহাব জামান ও একই গ্রামের মো. জিয়ারুলকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।