গোদাগাড়ীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

76

নিজস্ব প্রতিবেদক : দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ ও সম্মান দুই-ই মিলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে প্রচার এবং প্রেস ব্রিফিং ও বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা পরিষদ মিনি হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম। সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইমরানুল হক, গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ মো. খাইরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা সেমিনারে অংশগ্রহণ করেন।
সেমিনারে সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত সেমিনারে আলোচনা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সেমিনার সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মো. মতিয়র রহমান।
সেমিনারে বিদেশে কর্মসংস্থানের জন্য যাবার আগে সংশ্লিষ্ট কাজের জন্য দক্ষতা অর্জনের উপর গুরুত্বরোপ করেন আলোচকগণ। উপজেলার প্রশাসন এই সেমিনারের আয়োজন করে।