গোদাগাড়ীতে পেঁয়াজ বীজ বিতরণ

19

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন প্রদর্শনীর উপকরণ বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রোমোটিং এগ্রিকালচার কমার্শিয়ালাইজেশন অ্যান্ড এন্টারপ্রাইজেস (পেস) প্রকল্পের আওতায় এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় উপকরণ বিতরণ ও এই প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
মঙ্গলবার সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১৩ গোদাগাড়ী অফিসে উপকরণ বিতরণ করেন- প্রয়াসের সিনিয়র সহকারী পরিচালক (নিরীক্ষণ) আবুল খায়ের খান, পেস প্রকল্পের সমন্বয়কারী কৃষিবিদ জহুরুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক আব্দুল ওয়াদুদ, প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন- প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন, পেস প্রকল্পের সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলেটর আব্দুল মোমিন, সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) প্রকল্পের এনভায়রনমেন্ট অফিসার ইকবাল মাহমুদ ও টেকনিক্যাল অফিসার রাজু আহমেদসহ অন্যরা।
উপকরণ হিসেবে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কর্মএলাকার সদস্যদের মধ্যে পেঁয়াজ বীজ, ছত্রাকনাশক, কীটনাশক, পলিথিন, জৈব সার ও প্রযুক্তি সহায়তা বিতরণ করা হয়।