গোদাগাড়ীতে নন এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে অনুদানের চেক বিতরণ

47

রাজশাহীর গোদাগাড়ীতে নন এমপিও ১২৫ জন শিক্ষক-কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন এই চেক বিতরণের আয়োজন করে। উপজেলার  হাইস্কুল ও কলেজ পর্যায়ের ৯৩ জন শিক্ষককে ৫ হাজার টাকা করে ৪ লাখ ৬৫ হাজার টাকা এবং ৩২জন কর্মচারীকে ২ হাজার ৫শ টাকা করে ৮০ হাজার টাকা প্রদান করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম।
উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল মালেক ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. সুফিয়া খাতুন, উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার মো. আব্দুর রহিম।