রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিগ্রাম মোড় এলাকা থেকে গাঁজাসহ মো.মনিরুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কলিপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২ টায় চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে দিগ্রাম এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো.মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।