রাজশাহীর গোদাগাড়ীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যেগে উপজেলা ইমাম সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেরা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম।
উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন গোদাগাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো আব্দুল মালেক ও মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন, উপজেলা কৃষি অফিসার মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. নারগিস জাহান, উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাওলানা মো. শরিফুল ইসলাম উজানপাড়া ইসলামিয়া মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. হযরত আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আব্দুল অদুদ।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে ২০ জন শ্রেষ্ঠ ইমাম জেলা সম্মেলনের জন্য বাছাই করা হয়।