রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের স্লুইসগেট বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯২৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল। গ্রেপ্তার হওয়া ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী কলোনি পাড়ার মো. হুমায়ন কবিরের ছেলে মো. মিজানুর রহমান (২৭)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টায় বাসুদেবপুর ইউনিয়নের স্লুইসগেট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের অপারেশন দল। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে ৯২৫ পিস ইয়াবাসহ মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।