রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী-আমনুরা সড়কের দিগ্রাম মোড় সংলগ্ন এলাকায় ২টি বিদেশী পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি নওগাঁর নিয়ামতপুর উপজেলার দারাজপুর গ্রামের শ্রী দিজেন চন্দ্র হালদারের ছেলে শ্রী কনক কুমার (২৫)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য নিশ্চিত করেছে।
র্যাব আরো জানায়, র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে¡¡ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালানো হয়। শুক্রবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে ২টি বিদেশী পিস্তল ৩টি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলিসহ শ্রী কনক কুমারকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।