Last Updated on জুন ৯, ২০২৪ by
গোদাগাড়ীতে র্যাবের অভিযানে ১১১০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে ১ হাজার ১১০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার হয়েছেন বলে র্যাব জানিয়েছে। গত শনিবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের চিকনাডাঙ্গা পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গত শনিবার রাত ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতর মাধ্যমে র্যাব এই তথ্য জানায়।
র্যাব আরো জানায়, র্যাবের একটি দল মোহনপুর ইউনিয়নের চিকনাডাঙ্গা পাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ১ হাজার ১১০ লিটার চোলাইমদ ও চোলাইমদ প্রস্তুতকরণের বিভিন্ন উপকরণসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÑ গোদাগাড়ী উপজেলার বড় দৌলতপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. আব্দুল করিম (৩৫), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপনগর নতুনপাড়ার মো. আলাউদ্দিনের ছেলে মো. সামাদ (৩২) ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. জুয়েল আলী (৩০)।
এ ব্যাপারে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।