Last Updated on সেপ্টেম্বর ১৮, ২০২৪ by
গোদাগাড়ীতে র্যাবের অভিযানে ২ কেজি হেরোইন উদ্ধার একজন গ্রেপ্তার
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সিএবি মোড় এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার হওয়া ব্যক্তি নাটোর জেলার সংড়া উপজেলার চকগোপাল গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মো. সাইফুল ইসলাম (৪২)। গত মঙ্গলবার রাত ৯টায় অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার সকালে গণমাধ্যমে পাঠনো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলার সিএবি মোড় এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের ওপর চেকপোস্ট স্থাপন করে। এসময় তল্লাশি কার্যক্রম পরিচালনাকালে ২ কেজি হেরোইনসহ সাইফুলকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও র্যাব জানিয়েছে।