দৈনিক গৌড় বাংলা

মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গোদাগাড়ীতে র‌্যাবের অভিযানে ৪৫ কেজি গাঁজা উদ্ধার একজন গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৪৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মো. সুমন আলী (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার হওয়া ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পশ্চিম চন্দ্রীপুর (পুরানপুর) গ্রামের মো. রুহুল আমিনের ছেলে। এসময় পিকআপ ভ্যানটি আটক করা হয়।
রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে গোদাগাড়ী থানাধীন বুজরুক রাজারামপুর এলাকায় এই অভিযান চালায় র‌্যাব।
সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, পিকআপ ভ্যানে করে অভিনব কায়দায় গাঁজাগুলো বহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বুজরুক রাজারামপুর এলাকায় অভিযান চালায়। এসময় ৪৫ কেজি ১০০ গ্রাম গাঁজা, গাঁজা বহনকারী ১টি পিকআপসহ মো. সুমন আলীকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে গোদাগাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে বলেও র‌্যাব জানায়।

About The Author