Last Updated on জুন ২৯, ২০২৪ by
গোদাগাড়ীতে র্যাবের অভিযান: প্রায় দুই কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে প্রায় দুই কেজি হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তি জেলার নাচোল উপজেলার খলশি বাজার এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. জাহাঙ্গীর (২৫)। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে।
র্যাব-আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল গত শুক্রবার রাত ৯টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের ডাইংপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এসময় সেখানে একটি অটোগাড়ি তল্লাশি করে ১ কেজি ৮৯৪ গ্রাম হেরোইনসহ মো. জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে র্যাব জানায়।