নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও মুক্তিযোদ্ধা শামসুদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহী রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। শনিবার (২০ জুন) সকাল ১০ টায় নিজ বাসভবনে জাতির এই বীর সন্তান ইন্তেকাল করেন। তিনি উপজেলার মহিশালবাড়ী গ্রামের মৃত বেলায়েত আলীর ছেলে।
মহিশালবাড়ী গোরস্থানে শনিবার বিকেল সাড়ে ৪ টায় মরহুমের নামাযে যানাযা শেষে মুক্তিযোদ্ধা শামসুদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। প্রথমে পুলিশ ও পরে সেনাবাহিনীর সদস্যরা পৃথক পৃথক গার্ড অফ অনার প্রদান করেন। যানাযায় উপস্থিত থাকা গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অশোক কুমার চৌধুরী, গোদাগাড়ী পৌর আওয়ামী লীগ সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাস গোদাগাড়ী মডেল থানার অফিসার চৌকস পুলিশ সদস্যসহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।