শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ১৫, ২০২৪ by

গোদাগাড়ীতে বাস চাপায় চাঁপাইনবাবগঞ্জের ২জন নিহত

রাজশাহীর গোদাগাড়ীতে বাসে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামের হুমায়ুন কবীরের ছেলে আশরাফুল ইসলাম (৪২) ও একই গ্রামের মো. কালুর ছেলে নাজমুল হক (৩০)। শুক্রবার বিকেল ৪টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী স্টেশনের ফায়ার ফাইটার মাহবুবুর রহমান নয়ন জানান, আশরাফুল ও নাজমুল একই মোটরসাইকেলে রাজশাহীর দিক থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে আসছিলেন। মোটরসাইকেলটি ওভারটেক করে সামনে গেলে পেছন থেকে যাত্রীবাহী বাসটি তাঁদের মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আশরাফুল ও নাজমুলের। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে গোদাগাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গোদাগাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, মরদেহ দুটি থানায় রাখা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে নিহতদের গ্রামের এক বাসিন্দা শুক্রবার রাত পৌন ৮টায় জানান, নিহতদের মরদেহ বাড়িতে আনা হয়েছে। গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

About The Author

শেয়ার করুন