গুয়ার্দিওলাকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ফ্লিক

18

বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে রেকর্ডের বইয়ের একটি পাতায় নিজের নাম লিখিয়েছেন হ্যান্স ফ্লিক। পেছনে ফেলেছেন দলটির সাবেক কোচ পেপ গুয়ার্দিওলাকে। বাভারিয়ানদের কোচ হিসেবে শুরুর ২৫ ম্যাচের মধ্যে ২২টি জিতে এই কীর্তি গড়েছেন ফ্লিক। বুন্ডেসলিগায় শনিবার ফরটুনা ডুসেলডর্ফকে ৫-০ গোলে উড়িয়ে দেয় বায়ার্ন। এ জয় দিয়েই নতুন উচ্চতায় পা রাখেন গত নভেম্বরে নিকো কোভিচের বিদায়ের পর দলটির হাল ধরা ফ্লিক। দারুণ এই অর্জন অবশ্য খুব একটা স্পর্শ করতে পারছে না ফ্লিককে। ৫৫ বছর বয়সী কোচের দৃষ্টি শিরোপায়। “পরিসংখ্যান এবং রেকর্ড আমাকে টানে না। আমার কাছে গুরুত্বপূর্ণ সফল একটি মৌসুম কাটানো। বায়ার্নে শিরোপা জয়ই সবার প্রত্যাশা।” “এটাই আমাদের লক্ষ্য। কিছু ম্যাচ বাকি আছে এখনও। আমি খুবই খুশি। আমরা খুবই আগ্রাসী ছিলাম এবং প্রতিপক্ষকে কোনো সুযোগ দেইনি (ফরটুনার বিপক্ষে ম্যাচে)।” ২০১৩ সালে বায়ার্ন কোচ হিসেবে শুরুর ২৫ ম্যাচের মধ্যে ২১টিতে জিতে আগের রেকর্ড গড়েছিলেন গুয়ার্দিওলা; বর্তমানে যিনি ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটির কোচ। ২৯ ম্যাচে ২১ জয়, চার ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা বায়ার্ন বুন্ডেসলিগার মুকুট ধরে রাখার পথে ভালোভাবেই আছে। এক ম্যাচ কম খেলা বরুশিয়া ডর্টমুন্ড ৫৭ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।