সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ৩০, ২০২৪ by

গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জে ‘বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
প্রধান অতিথি বলেন, গণমাধ্যমকর্মীদের সঙ্গে সরকারি কর্মকর্তাদের সুসম্পর্ক থাকতে হবে যাতে কোনো ভুল তথ্য স্থান না পায়। তিনি বলেন- যে গুজব সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি হয় তা কেউ যেন না ছড়ায়। এমন কোনো কাজ করা যাবে না, যা সম্প্রীতিকে বাধাগ্রস্ত করতে পারে।
অনুষ্ঠানের শুরুতে উপপ্রধান তথ্য অফিসার একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন যাতে গুজব কিভাবে ছড়ায়, কিভাবে তা শনাক্ত করা যায় এবং কিভাবে প্রতিরোধ করা যায়।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন।
মুক্ত আলোচনায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ বিষয়ে কথা বলেন।
সভা উপস্থাপনা করেন রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আজিজুর রহমান শাহ।

About The Author

শেয়ার করুন