গার্ল গাইডসের ১৯তম আঞ্চলিক পরিষদ অধিবেশন

8

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন রাজশাহী অঞ্চলের ১৯তম আঞ্চলিক পরিষদ অধিবেশন হয়েছে। শুক্রবার জেলা শিল্পকলা অডিটোরিয়ামে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
সকালে অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত সচিব ও বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম। রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কমিশনার সিরাজুম মুনিরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। গার্ল গাইডসের রাজশাহী জেলা কমিশনার সাবরিনা সারমিনের সঞ্চালনায় উদ্বোধনী অধিরেবশনে স্বাগত বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিশনার মর্জিনা হক।
অধিবেশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার আব্দুল লতিফ, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, গার্ল গাইডস চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্পাদিকা গৌরী চন্দ্র সেতু, সদর উপজেলা সম্পাদিকা রোখসানা আহমদ, গার্ল গাইডস নেত্রী অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, হালিমা খাতুনসহ রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলার গার্ল গাইডস নেতৃবৃন্দ।
অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। বিকেলে আঞ্চলিক পরিষদ অধিবেশনের বিভিন্ন কার্যক্রম ও বিভিন্ন জেলার অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।