Last Updated on সেপ্টেম্বর ১৮, ২০২৪ by
গায়িকা মাইলি সাইরাসের বিরুদ্ধে গান চুরির মামলা
মার্কিন গায়িকা মাইলি সাইরাসের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গান চুরির অভিযোগে গত ১৭ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের ফেডারেল কোর্টে এ মামলা দায়ের করেছে টেম্পো মিউজিক ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইর্য়ক পোস্ট জানিয়েছে, মার্কিন গায়ক ব্রুনো মার্সের গাওয়া ‘হোয়েন আই ওয়াজ ইওর ম্যান’ গানটি ২০১৩ সালে প্রকাশিত হয়। এ গানের অংশবিশেষ মাইলির গাওয়া ‘ফ্লাওয়ার্স’ গানে ব্যবহার করেছেন বলে মামলার এজারে উল্লেখ করা হয়েছে। মাইলির ‘ফ্লাওয়ার্স’ গানটি ২০২৩ সালে প্রকাশিত হয়। টেম্পো মিউজিক ইনভেস্টমেন্ট নামে এ কোম্পানির কাছে ‘হোয়েন আই ওয়াজ ইওর ম্যান’ গানের আংশিক স্বত্ব আছে। মাইলি ছাড়াও সহগীতিকার গ্রেগরি হেইন ও মাইকেল পোলাকের বিরুদ্ধে মামলা করেছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে কথা বলতে মাইলি সাইরাস ও গায়ক ব্রুনো মার্সের সঙ্গে যোগাযোগ করে সংবাদমাধ্যমটি। কিন্তু তাদের কোনো মন্তব্য পায়নি।