Last Updated on সেপ্টেম্বর ২৪, ২০২৪ by
গাভী পালনের স্থানটি পরিষ্কার রাখুন : প্রয়াসের অনাবাসিক প্রশিক্ষণে ডা. মোস্তফা
চাঁপাইনবাবগঞ্জে গাভী পালন বিষয়ক অনাবাসিক প্রশিক্ষণ ও বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহায়তায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির রুরাল মাইক্রোএন্টারপাইজেস ট্রান্সফরমেশন-আরএমটিপি প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রকল্পের ভ্যালু চেইনে সম্পৃক্ত স্টেকহোল্ডারদের উন্নয়নের মাধ্যমে দুধ উৎপাদন ও দুগ্ধজাতীয় পণ্যের বহুমুখীকরণের লক্ষে প্রয়াসের ইউনিট-২৩ নতুন হাটে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল থেকে অনুষ্ঠিত প্রশিক্ষণে জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. গোলাম মোস্তফা প্রুশিক্ষণ দেন। এসময় তিনি বলেন, আগের চেয়ে মানুষ এখন অনেক সচেতন হয়েছে। আগে গরুর ওলান ফুলে গেলে বলতো কেউ জাদুটোনা করেছে। এখন চিকিৎসা নিলে সেটা ভালো হয় সবাই তা জানে। গরু অসুস্থ হলে যদি সঠিক চিকিৎসা দেয়া হয় তাহলে সুস্থ হয়। তিনি বলেন, গাভীর যে দুটি বেশি রোগ হয় তা হলো ওলান ফোলা ও ওলান পাকা। গাভীর বাচ্চা হওয়ার আগে যদি ওলান ফুলে যায় তাহলে গরুর খাবার না কমিয়ে সঠিক চিকিৎসা করাতে হবে। কোনটা ওলান ফোলা এবং কোনটা ওলান পাকা তা আপনাকে বুঝতে হবে। যদি ওলান থেকে রক্ত বের হয় বা ছাকরা দইয়ের মতো বের হয়, এমনকি ওলান অতিরিক্ত গরম হয় ও শরীরের তাপমাত্রা বেড়ে যায়, খাওয়া-দাওয়া কমিয়ে দেয় তাহলে বুঝবেন ওলান পাকা হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং গরুকে সুষম খাবার খাওয়াতে হবে। গরুর ওলান ফোলা বা ওলান পাকা রোধ করার জন্য আপনার গরু রাখার স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
তিনি আরো বলেন, গরুর তড়কা রোগ থেকে রক্ষা পেতে হলে বছরে একবার টিকা দিতে হবে। এছাড়াও এখন এলএসডি (ল্যাম্পি স্কিন ডিজিজ) রোগে আক্রান্ত হচ্ছে গরু। এটি একটি ভাইরাস। এটার টিকা বাংলাদেশে এখনো তৈরি হয়নি। তবে বিদেশ থেকে এনে গরুকে এই টিকা দেয়া হচ্ছে। এই টিকা রোগ প্রতিরোধে ৮০ শতাংশ কার্যকর।
গোলাম মোস্তফা বলেন, গরুর ক্ষুরা রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য চার মাস পরপর টিকা দিতে হবে। গর্ভবতী গাভীকেও এই টিকা দিতে হবে, এতে বাচ্চা ও মা দুজনেরই কাজে আসবে।
প্রশিক্ষণে প্রয়াসের আরএমটিপি প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রকল্পের ফোকাল পার্সন ডা. রাজিন বিন রেজাউল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রয়াস হসপিটালের সিনিয়র ম্যানেজার হোসেন আলী, প্রয়াসের ইউনিট-২৩ নতুনহাটের ব্যবস্থাপক ছানোয়ার হোসেন, আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. মাহমুদুল হাসান, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আরএমটিপি (সরিষা তেল) প্রকল্পের ব্যবস্থাপক রিফাত আমিন হিরা, আরএমটিপি প্রকল্পের সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলেটেটর হাসান আলী, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা।