দৈনিক গৌড় বাংলা

গান রেকর্ডের টাকা বন্যার্তদের দিলেন সালমা

চলমান বন্যায় দেশের প্রায় ১৩টি জেলা বিপর্যস্ত। এমতাবস্থায় বন্যার্তদের সাহায্যে সাধারণ মানুষের সঙ্গে এগিয়ে এসেছেন শোবিজ অঙ্গনের তারকারাও। সংগীতশিল্পীরা কনসার্টসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে বন্যার্তদের জন্য ত্রাণ ও অর্থ সংগ্রহ করছেন। এবার ক্লোজআপ তারকা জানালেন, তার রেকর্ডিং করা গানের পুরো টাকাটাই বন্যার্তদের দেবেন তিনি। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তার এই প্রয়াস চলবে বলেও জানান তিনি। অর্থাৎ বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা পর্যন্ত তিনি যতগুলো গান রেকর্ড করবেন, সবগুলোর অর্থই যাবে বন্যার্তদের মাঝে। সালমা বলেন, ‘আমার রেকর্ডিং করা গানের অর্থ পুরোটাই আমি বন্যার্তদের সাহায্যার্থে দিয়ে দিলাম। ইনশাআল্লাহ এই খারাপ পরিস্থিতি চলাকালে যতগুলো কাজ করব, সবগুলোর পারিশ্রমিক যুক্ত হবে বিপদগ্রস্ত মানুষদের কল্যাণ তহবিলে।’ বন্যার্তদের জন্য ত্রাণ ও অর্থ সংগ্রহের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজন করা হয় ‘জরুরি সংযোগ’ শিরোনামের কনসার্ট। এতে শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, এফ মাইনর, অর্ঘদেব, কৃষ্ণকলি, সায়ানসহ ৩০টির মতো ব্যান্ড ও শিল্পী গান পরিবেশন করছেন। বিনা পারিশ্রমিকে শিল্পীরা এ কনসার্টে পারফর্ম করেন।

About The Author