শুটিং করতে গিয়ে গিয়ে আহত হলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল’ ছবিতে একটি গানের দৃশ্যে অংশ নেয়ার সময় আহত হয়েছেন তিনি। জানা গেছে নাচের সময় হঠাৎ পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে মিশার। বর্তমানে তিনি বাড়িতে পূর্ণ বিশ্রামে রয়েছেন। নিজের অসুস্থতা নিয়ে মিশা বলেন, রাজধানীর অ্যাপোলো হাসপাতালের একজন ডাক্তারের পরামর্শে চিকিৎসা সেবা নিচ্ছি। তিনি পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। তাই আপাতত বাড়িতেই রয়েছি। অনেককেই শিডিউল দেয়া ছিলো। আমি দুঃখিত এই আকস্মিক সমস্যায়। সবাই আমার জন্য দোয়া করবেন।