Last Updated on এপ্রিল ১০, ২০২৫ by
গাজায় গণহত্যার প্রতিবাদে নাচোলে যুবদলের বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে গাজা ও ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর গণহত্যার প্রতিবাদ এবং অবিলম্বে এ আগ্রাসন বন্ধের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার এসব কর্মসূচির আয়োজন করে উপজেলা ও পৌর যুবদল।
বিকেল সাড়ে ৪টায় নাচোল ইসলামপুর মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলে সংগঠনটির নেতাকর্মী থেকে শুরু করে ধর্মপ্রাণ মুসলিম, সাধারণ মানুষ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে তারা ফিলিস্তিনের প্রতি সংহতি জানান এবং ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বাসস্ট্যান্ড গোলচত্বরে পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য দেন- নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান ও সাধারণ সম্পাদক দুরুল হোদা, নাচোল উপজেলা যুবদলের সভাপতি আসিক মাহমুদ ও সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, ছাত্রনেতা মাসুম।
বক্তারা বলেন, ইসরাইল দীর্ঘদিন ধরে গাজা ও ফিলিস্তিনের জনগণের ওপর অন্যায়ভাবে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। তারা বলেন, ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুসলিম বিশ্বের ঐক্য প্রয়োজন।
বক্তারা আরো বলেন, অবিলম্বে এ বর্বরতা বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ সময় ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে গাজা ও ফিলিস্তিনের নিহতদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।