শনিবার, ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ৯, ২০২৫ by

গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যার বিরুদ্ধে মানববন্ধন

গাজায় মুসলমানদের ওপর ইসরাইলি বাহিনীর গণহত্যার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বাংলাদেশ আহলে হাদীছ আন্দোলন ও আহলে হাদীছ যুবসংঘের নেতাকর্মীরা।
বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।
প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- বাংলাদেশ আহলে হাদীছ আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণের সভাপতি মো. শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ইয়াসিন আলী, বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘের কেন্দ্রীয় সহসভাপতি মো. আরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণের আহলে হাদীছ যুবসংঘের সভাপতি মো. সালেহ সুলতান ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, ইসরাইলি বাহিনী গাজাসহ ফিলিস্তিনি মুসলিমদের ওপর হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করছে, ঘরবাড়ি ধ্বংস করছে। এই হামলা বন্ধ করতে হবে, গাজাবাসীকে উদ্ধার করতে হবে। বক্তারা সকল মুসলিম দেশগুলোকে গাজার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।

About The Author

শেয়ার করুন