Last Updated on নভেম্বর ২১, ২০২৪ by
গম্ভীরা গান ও নাটিকা প্রদর্শন
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা মহল্লায় এমএম হক আইডিয়াল স্কুলে বৃহস্পতিবার বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক ঐতিহ্যবাহী গম্ভীরা গান ও নাটিকা প্রদর্শন করা হয়েছে। ইউনিসেফ বাংলাদেশ ও জেলা প্রশাসনের সহযোগিতায় এর আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা।
বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গম্ভীরা গানে নানা-নাতির ভূমিকা পালন করেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বন্ধু রাকিবুল হাসান ও জুনায়েদ। দোহারী হিসেবে ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান, সহসাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ ফাহিম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, বন্ধু মাসরুফা খাতুন, সিফা বিনতে হাবিব, মিতু, মেরাজুল ইসলাম।
এসময় বিদ্যালয়ের ৭ম শ্রেণির ১১ শিক্ষার্থীর একটি দল একই বিষয় নিয়ে একটি নাটিকা প্রদর্শন করে।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম জোবায়ের হাসিব, সহকারী শিক্ষক নূর ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম।