শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ১০, ২০২৪ by

‘গবেট’ সিনেমায় জুটি বাধলেন আরজু-শিরিন শিলা

সিনেমাই ধ্যানজ্ঞান নায়ক কায়েস আরজুর। তবে সেভাবে জ¦লে উঠতে পারেননি। সব কিছু ছাপিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন। এরইমধ্যে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি ছবি। এবার তিনি যুক্ত হলেন ‘গবেট’ নামে নতুন একটি সিনেমায়। বেঙ্গল আই মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মাণ হবে ছবিটি। এটি পরিচালনা করেছেন দেবাশীষ সরকার। চলচ্চিত্রে তিনি নাম ভূমিকায় অভিনয় করবেন। ছবিটিতে আরজুর সঙ্গে জুটিবদ্ধ হয়ে আসছেন শিরিন শিলা। জানা গেছে, আগামী মাসের শুরুতে সিনেমাটির শুটিং শুরু হবে। ঢাকা, গাজীপুর ও কক্সবাজারের মনোরম লোকেশনে দৃশ্য চিত্রায়ণ করা হবে বলে জানিয়েছেন ছবিটির প্রযোজক বেঙ্গল আই মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী এ কে এম গোলাম ছারওয়ার। নতুন এই ছবিটির নাম ভূমিকায় অভিনয় প্রসঙ্গে কায়েস আরজু বলেন, “গবেট চরিত্রটি এমন একটি চরিত্র, যা যুগ যুগ সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয়ে বেঁচে থাকবে। এমন একটি চরিত্র পেয়ে খুব ভালো লাগছে। আরো ভালো লাগছে আমার অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ‘রুখে দাঁড়াও’ ছবির পরিচালক দেবাশীষ দা’র মতো সিনিয়র ডিরেক্টরের সঙ্গে নতুন করে কাজ করতে পারছি।” সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করবেন আবুল হায়াত, দিলারা জামান, নাদের চৌধুরী, সমু চৌধুরী, আহমেদ শরীফ, বড়দা মিঠু প্রমুখ। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক নিজেই। ছবিতে গান থাকছে পাঁচটি। বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন আগুন, কণা, আকাশ সেন, বেলাল খান, কোনাল, ঐশী, জেফার।

About The Author

শেয়ার করুন