গবাদি প্রাণীকে টিকা প্রদান ও কৃমিনাশক ঔষধ বিতরণ কর্মসূচি পালিত

112

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামে সোমবার ৪শ’ গরু, ৪শ’ ছাগল, ১শ’ মুরগি ও ১শ’ হাঁসকে কৃমিনাশক টিকা প্রদান করা হয়েছে। একই সাথে সদস্যদের মাঝে গবাদিপ্রাণির কৃমিনাশক ঔষধ বিতরণ করা হয় । সোমবার সকালে শুরু হওয়া এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহরিয়ার কামাল,আঞ্চলিক ব্যবস্থাপক রবিউল ইসলাম, ইউপিপি উজ্জীবীত প্রকল্পের প্রোগ্রাম অফিসার (টেক) জোবায়দুর আলম, মেসবাহুল হক ও গৌড়মতি মাল্টা প্রকল্পের প্রোগ্রাম অফিসার (টেক) ফিরোজ কবির, প্রোগ্রাম অফিসার (সোসাল) মোরশালীন, কুচিয়া মৎসচাষ প্রকল্পের আল মামুন প্রমুখ।
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের আওতায় ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র অর্থায়নে এই টিকাদান ও কৃমিনাশক ঔষধ বিতরণ কর্মসূচি পালন করা হয়।