Last Updated on ফেব্রুয়ারি ১৯, ২০২৫ by
গণঅধিকার পরিষদের বিক্ষোভ-সমাবেশ
গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের ক্ষতিপূরণ, গণহত্যার বিচারসহ ৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ-সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। বুধবার বেলা ১১টার দিকে দলটির জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
জেলা শহরের বাতেন খাঁর মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ স্মৃতি নামফলকের পাদদেশে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. আল-আমীন ও সাংগঠনিক সম্পাদক ওয়ালিদ হাসান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ওয়াহিদুজ্জামান সাইম ও সাবেক ছাত্রনেতা রাতুল হাসান নিশানসহ অন্যরা।
বক্তারা অবিলম্বে গণহত্যাকারীদের বিচার ও গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।