যারা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে তারা শারীরিক ও মানসিকভাবে ভালো থাকে সুস্থ থাকে। খেলাধুলা ভালো থাকার এমনই একটা মাধ্যম যা মাদক থেকে যুবসমাজকে দূরেও রাখে। গত কাল রবিবার বিকালে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের চুড়ান্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. সায়ফুল ফেরদৌস মুহা. খায়রুল আতাতুর্ক এ-কথা বলেন। জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিভিল সার্জন আরো বলেন-সোনালী অতীত নয়-সোনালী ভবিষ্যৎ চাই। আমি দেখতে চাই, আগের মতো চাঁপাইনবাবগঞ্জের বহুপুরাতন এই ফুটবল মাঠখানি ফুটবলপ্রেমি হাজার হাজার দর্শকে কানাই-কানাই ভরে যাবে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা বলেন-আগামী প্রথম বিভাগ ফুটবললীগের খেলায় জেলা ক্রীড়া সংস্থার ফুটবল দলের জার্সিতে “মাদককে না বলুন” শ্লোগানটি লেখা হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন-জেলা ফুটবল এসোসিয়েশনের সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক আলমগীর হোসেনসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা।
এর আগে সোনালী অতীত ফুটবল দল বনাম ফুটবল একাডেমির মধ্যে চুড়ান্ত খেলাটি অনুষ্ঠিত হয়। ১০ মিনিটের বিরতিসহ নির্ধারিত ৮০ মিনিটের খেলাটি গোল শূন্য থাকায় টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৩-১ গোলে ফুটবল একাডেমিকে পরাজিত করে সোনালী অতীত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। ১২টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন ফুটবল একাডেমির মাহিন ও সর্বোচ্চ গোল দাতা নির্বাচিত হন সোনালী অতীত ফুটবল দলের সম্রাট। সম্রাট পুরোলীগে ১০টি গোল করেন। শেষে উভয় দলকে ট্রফি প্রদান করা হয়।