Last Updated on সেপ্টেম্বর ২৭, ২০২৪ by
খুব দ্রুত নতুন কাজের খবর দেব : সাফা কবির
টানা কয়েক দিন বৃষ্টি। কখনো ঝুম, কখনো গুঁড়ি গুঁড়ি। আবার মাঝে নিচ্ছে অবসরও। এই বৃষ্টিতে স্বাভাবিকভাবেই নিয়মিত কাজে ঘটছে ব্যাঘাত। বিনোদন অঙ্গনের তারকারাও যেন খানিকটা অবসর পেয়েছেন। কারণ প্রবল বৃষ্টির কারণে বাতিল হয়েছে শুটিং। অনেকে বৃষ্টিভেজা ছবি দিয়ে জানান দিচ্ছেন দারুণ সময় কাটাচ্ছেন তারা। যেমন ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির বেশ কয়েকটি বৃষ্টিভেজা ছবি পোস্ট করেছেন তার ফেসবুক পেজে। খয়েরি কালো শাড়িতে বৃষ্টিভেজা ছবিগুলো দেখে তার ভক্তরাও বেশ উপভোগ করছেন। ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘অল্প অল্প মেঘ থেকে হালকা হালকা বৃষ্টি হয়। ছোট্ট ছোট্ট গল্প থেকে ভালোবাসার সৃষ্টি হয়।’ ছবি আর ক্যাপশন মিলিয়ে ভক্তরাও বেশ উচ্ছ্বসিত। তারা মন্তব্য করে প্রশংসা করছেন ছবিগুলোর। অনেকে আবার সাফা কবির প্রেমে পড়েছেন বলেও ধারণা করছেন। ছবির সূত্র ধরে কথা হয় সাফা কবিরের সঙ্গে। বলেন, ‘বৃষ্টিতে আমার অনেক ভেজা হয়, কিন্তু কখনো বৃষ্টিতে ভিজে ছবি তোলা হয় না। আজকে দেওয়ার কারণে হয়তো সবাই আজকে দেখতে পারছেন। আসলে আমি যখন বাসায় থাকি এবং শুটিং না থাকে আর বৃষ্টি নামে তাহলে আমিও ভিজতে নেমে যাই। বৃষ্টির সঙ্গে কফি আমার ভীষণ প্রিয়।’ প্রকৃতির বৃষ্টির পাশাপাশি অভিনয়ের কারণে কৃত্রিম বৃষ্টিতেও ভিজেছেন এই নায়িকা। সেই প্রসঙ্গ মনে করিয়ে দিতেই বলেন, ‘অভিনয় করতে গিয়ে অনেক বৃষ্টিতে ভিজেছি সত্যি। সেটা কৃত্রিম হলেও ভালো লাগে। বৃষ্টির সিকোয়েন্স হলেই আগ্রহ নিয়ে করি। তবে আরেকটা ঘটনা ঘটে, বৃষ্টিতে শুটিং করতে করতে আমার ঠা-া লেগে যায়। আর সৃষ্টিকর্তার বৃষ্টির তো তুলনা হয় না।’ সদ্য শেষ হয়ে যাওয়া ছাত্র আন্দোলনে সরব ছিলেন এই অভিনেত্রী। সেই প্রসঙ্গে বলেন, ‘যেকোনো ন্যায়সংগত আন্দোলনে শিল্পী হিসেবে যতটুকু পাশে থাকা দরকার, ততটুকু সব সময়ই থাকব। এখন যে সরকার আছে তাদের কাছে প্রত্যাশাও আছে আমাদের। দেশটা যেন সুন্দর, আধুনিক, নিরাপদ হিসেবে সামনে এগিয়ে যায় সেই দিকটি যেন তারা দেখেন। দেশে কোনো বৈষম্য না থাকুক।’ বলে রাখা ভালো, শোবিজ অঙ্গনে সাফা কবিরের পথচলার সময়টা কয়েক বছরের। নিয়মিত কাজ করছেন। দীর্ঘ এই সময়ে অভিনেত্রীর সহকর্মী, বন্ধু অনেকেই বিয়ে করেছেন। কারো কারো সন্তানও রয়েছে। তবে সাফা এখনো ব্যাচেলর জীবনই পার করছেন। বিয়ে প্রসঙ্গে বলেন, ‘সবার জানতে চাওয়ার আগ্রহ দেখে আমার ভালোই লাগে। এটা আগ্রহ হিসেবে থাকুক। যখন হবে তখন সবাইকে জানিয়েই করব।’ কথা শেষ করার আগে আগে এই অভিনেত্রী বলেন, ‘খুব দ্রুত নতুন কাজের খবর দেব। কিছুদিন অপেক্ষা করতে হবে শুধু।’সদ্য শেষ হয়ে যাওয়া ছাত্র আন্দোলনে সরব ছিলেন এই অভিনেত্রী। সেই প্রসঙ্গে বলেন, ‘যেকোনো ন্যায়সংগত আন্দোলনে শিল্পী হিসেবে যতটুকু পাশে থাকা দরকার, ততটুকু সব সময়ই থাকব। এখন যে সরকার আছে তাদের কাছে প্রত্যাশাও আছে আমাদের। দেশটা যেন সুন্দর, আধুনিক, নিরাপদ হিসেবে সামনে এগিয়ে যায় সেই দিকটি যেন তারা দেখেন। দেশে কোনো বৈষম্য না থাকুক।’ বলে রাখা ভালো, শোবিজ অঙ্গনে সাফা কবিরের পথচলার সময়টা কয়েক বছরের। নিয়মিত কাজ করছেন। দীর্ঘ এই সময়ে অভিনেত্রীর সহকর্মী, বন্ধু অনেকেই বিয়ে করেছেন। কারো কারো সন্তানও রয়েছে। তবে সাফা এখনো ব্যাচেলর জীবনই পার করছেন। বিয়ে প্রসঙ্গে বলেন, ‘সবার জানতে চাওয়ার আগ্রহ দেখে আমার ভালোই লাগে। এটা আগ্রহ হিসেবে থাকুক। যখন হবে তখন সবাইকে জানিয়েই করব।’ কথা শেষ করার আগে আগে এই অভিনেত্রী বলেন, ‘খুব দ্রুত নতুন কাজের খবর দেব। কিছুদিন অপেক্ষা করতে হবে শুধু।’