খালেদা জিয়া দেশে ফেরায় চাঁপাইনবাবগঞ্জে বিএনপির পথসভা

95

চোখ ও পায়ের চিকিৎসা শেষে ৯৫ দিন পর যুক্তরাজ্য থেকে গত কাল বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফেরায় চাঁপাইনবাবগঞ্জে সংক্ষিপ্ত পথসভা করেছে বিএনপির নেতাকর্মীরা। সন্ধ্যায় শহরের পাঠান পাড়া দলীয় কার্যালয়ের সামনে সভায় উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. ময়েজ উদ্দীন, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আ.ক.ম সাহিদুল ইসলাম পলাশ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, ছাত্রদলের আহ্বায়ক সামিরুল ইসলাম পলাশ, যুগ্ন আহ্বায়ক ফারুক হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মীম ফজলে আজিম, ছাত্রদল নেতা হামিদুর রহমানসহ অন্যরা।