খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বিএনপি। এছাড়াও সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়ায় সদর আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা হারুনুর রশীদের বাসভবনে সদর উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের ব্যানারে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য হারুনুর রশীদ, জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, বিএনপি নেতা শামসুল হক, আ ক ম শাহিদুল আলম বিশ্বাস পলাশ, তাসেম আলী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, ছাত্রনেতা মিম ফজলে আজিমসহ অন্যরা।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।
অন্যদিকে শহরের নবাবগঞ্জ ক্লাবে জেলা বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেনÑ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, জেলা বিএনপির সদস্য সারওয়ার জাহান, ইসমাইল বিশ্বাস।
নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে এবং ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাচোল ডাকবাংলোয় এই কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার বিকেল ৪টা থেকে নাচোল ডাকবাংলোয় নেতাকর্মীরা জমায়েত হন। সাড়ে ৫টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক এম মজিদুল হকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নাচোল বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেটের সামনে পথসভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব আবু তাহের খোকনের সঞ্চালনায় পথসভায় বিএনপির নেতৃবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বাংলাদেশে এনে অনতিবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানান।
গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল ৫টায় উপজেলা পরিষদ চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।
সভায় বক্তব্য দেন- বিএনপি নেতা গনি হামিদ চৌধুরী, ওয়াসিকুল এলাহী বাবলু, সাবেক ইউপি সদস্য সানাউল হক সুমন, বাঙ্গাবাড়ী স্কুল ও কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, তৌহিদুজ্জামান বাবু, সাবেক ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেনসহ অন্যরা
আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।