খালেদার জনপ্রিয়তা দেখে উন্মাদ আ.লীগ : রিজভী

65

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখে আওয়ামী লীগ উন্মাদ ও পাগল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে’ এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রিজভী বলেন, মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের কোনো অবদান নেই। প্রধানমন্ত্রীর পরিবারের কোনো অবদান নেই। আর এ কথা বললে পুলিশ তাদের ধরে নিয়ে যাবে। এটা কোনো গণতন্ত্র হতে পারে না। আওয়ামী লীগ মনে করে বাংলাদেশ তাদের পৈত্রিক সম্পদ। কিন্তু জাতি জানে স্বাধীনতায় কাদের অবদান আছে। খালেদা জিয়ার জনপ্রিয়তায় বর্তমানে আওয়ামী লীগ উন্মাদ ও পাগল হয়ে গেছে। তা না হলে রোহিঙ্গাদের জন্য ত্রাণ বহরে কেন হামলা করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে রিজভী বলেন, তিনি বড়ই রসিক মানুষ। সকালে একরকম বিকেলে অন্যরকম কথা বলেন। তিনি আরও বলেন, এই সরকারের হাতে মানুষের কোনো স্বাধীনতা নেই। গণমাধ্যমেই নেই স্বাধীনতা। বিএনপিকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। কিন্তু তাদের সেই অপপ্রচার আর কাজে লাগবে না। কেননা মানুষ জেনে গেছে তাদের ব্যবহার ও কর্মকা-। রোহিঙ্গা ইস্যুতে ভারতও আওয়ামী লীগ সরকারকে সমর্থন করেনি। যদি করতো তাহলে ভারত থেকে ৬ রোহিঙ্গা কেন বাংলাদেশ থেকে এলো। শুধু তাই নয়, স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফর করলেন, কিন্তু ফলাফল শূন্য। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, আয়োজক দলের সভাপতি আবু হাশেম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।