খালেদার গাড়ির চাকা ফাটল বিকট শব্দে

41

চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী গাড়ির চাকা ফেটে গেছে। রবিবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের লোহাগাড়ার ঠাকুরদিঘী এলাকায় এ ঘটনা ঘটে। বিকট শব্দে চাকাটি ফেটে পড়ার পর সফরের অন্য গাড়িগুলোও আটকে যায়। চাকা ঠিক করার পর বেলা তিনটার দিকে আবার রওনা হয় বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর। এর আগে শনিবার ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়ে কুমিল্লাতে যাওয়ার পর একবার গাড়ির চাকা পাংচার হয়। ঠিক করার পর তিনি রাত ১০টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছান। সেখানে রাত্রিযাপন শেষে রোববার দুপুর সোয়া ১২টার দিকে কক্সবাজারের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া।