খাদ্যসামগ্রি নিয়ে মানসকি প্রতিবন্ধী দুই শিশুর পাশে শিবগঞ্জের ইউএনও

14

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের রানীবাড়ি চাঁদপুর গ্রামের রইসুদ্দিনের দুই ছেলে মানসিক ভারসাম্যহীন। তাদের মধ্যে তামিম মানুষের সাথে অস্বাভাবিক আচরণ করায় তাকে তার বাবা-মা বাঁশের বেড়া দিয়ে ঘেরা একটি ছোট ঘরে তালাবদ্ধ করে রেখেছেন। তবে তামিমের বাবা-মা তার প্রতি খুবই যত্নশীল বলে জানা গেছে।
সেই ছোট ঘরেই বাবা-মা তামিমকে খাওয়া, গোসল, বাথরুম সব সেরে দেন। তামিমের ছোটভাই অমিতও মানসিক ভারসাম্যহীন। রইসুদ্দিন খুবই দরিদ্র মানুষ। ঠিকমতো দুবেলা খাবার জোটে না।
এমন অবস্থায় শিশু তামিম ও অমিতের খবর পেয়ে চাল, ডাল, তেল, আলু, লবণ, ছোলা, পেঁয়াজ ও নগদ অর্থ সহায়তা নিয়ে শনিবার দুপুরে রইসুদ্দিনের বাড়িতে হাজির হন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াত। তিনি পরিবারটির খোঁজখবর নেন এবং ভবিষ্যতে বিভিন্ন ধরনের সহযোগিতার কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেনÑ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, চককীর্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হাসান আনু মিঞা, ইউনিয়ন পরিষদ সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর কয়েকদিন আগে উপজেলার মনাকষা ইউনিয়নে বেলাত আলীর ছেলে শারীরিক প্রতিবন্ধী অসহায় সবুজ আলির মুখে হাসি ফোটাতে এক মাসের খাদ্য সহায়তা তুলে দিয়ে আসেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত।
তিনি বলেন, আমি আমার সীমার মধ্যে থেকে সাধ্যমত চেষ্টা করি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর।