খাদ্যবান্ধব ও ওএমএস ডিলারদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

10

চাঁপাইনবাবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচি এবং ওমএস কর্মসূচির ডিলারদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় তিনি সভাপতিত্ব করেন।
মতবিনিময় সভায় ডিলাররা তাদের সমস্যার কথা তুলে ধরে জানান, ২০১৬ সালে সুবিধাভোগীদের জন্য যেসব কার্ড তৈরি করা হয় তাতে অন্তত ১৫ ভাগ অনিয়ম হয়েছে। কাজেই কার্ডগুলো হালনাগাদ করা দরকার।
এ সম্যয় জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক ডিলারদের উদ্দেশে বলেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতেৃত্বে এ দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে হতদরিদ্র মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রয় কর্মসূচি চালু করা হয়েছে। এ কর্মসূচি নিয়ে কোনোভাবেই অনিয়ম দুর্নীতি করা চলবে না। খেয়াল রাখতে হবে হতদরিদ্র মানুষের চাল যেন হতদরিদ্ররাই পান। তিনি আরো বলেন- খাদ্যগুদাম থেকে চাল উত্তোলনের সময় কাউকে কোনো প্রকার টাকা দেবেন না।
বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এ সভায় আরো বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জরুল হুদা, জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুর রহমান রাজু, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওবায়দুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জান মোহাম্মদ, নাচোল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আজহারুল ইসলাম, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম ফজলুল হক। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও উপস্থিত ছিলেন।
সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের খাদ্যবান্ধব কমসূচির ডিলার হাফিজুর রহমান, নারায়ণপুর ইউনিয়নের ডিলার লিয়াকত আলী, শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ডিলার আব্দুল মালেক, উজিরপুর ইউনিয়নের ডিলার রাজু আহমেদ, বিনোদপুর ইউনিয়নের ডিলার খাউরুল ইসলাম, গোমস্তাপুরের ডিলার মসিউর রহমান, নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের ডিলার তরিকুল ইসলাম, জামবাড়িয়া ইউনিয়নের ডিলার মতিউর রহমানসহ ১০২ জন খাদ্যবান্ধব ও ১৩ জন ওএমএস ডিলার অংশগ্রহণ করেন।