নতুন মৌসুম শুরুর আগে চোটের ছোবল আর্সেনাল শিবিরে। হাঁটুতে আঘাত পেয়ে ছিটকে গেছেন গাব্রিয়েল জেসুস। দলটির কোচ মিকেল আর্তেতা জানিয়েছেন, মাঠে ফিরতে কয়েক সপ্তাহ লেগে যাবে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। এমিরেটস কাপে মোনাকোর বিপক্ষে বুধবারের ম্যাচে দলে ছিলেন না জেসুস। ১-১ সমতার পর ম্যাচটি তার দল টাইব্রেকারে জেতে ৫-৪ ব্যবধানে। ওই ম্যাচ শুরুর আগে টুইট করে ২৬ বছর বয়সী এই খেলোয়াড়ের চোটের বিষয়টি জানায় লন্ডনের ক্লাবটি। কাতার বিশ্বকাপে ব্রাজিলকে প্রতিনিধিত্ব করার সময় ডান হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। এরপর অস্ত্রোপচারের করানো হয় তার।
যে কারণে গত মৌসুমে দ্বিতীয় অংশের অনেকটাই মিস করেন জেসুস। মোনাকোর বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে আর্তেতা অবশ্য বলেন, জেসুসের এবারের চোট তেমন গুরুতর নয়। “তার (জেসুস) এবারের চোট আগের চোট ও অস্ত্রোপচারের সঙ্গে সম্পর্কিত। দুর্ভাগ্যবশত বৃহস্পতিবার সকালে সে হাঁটুতে কিছুটা অস্বস্তি বোধ করে, কিছু সমস্যা ধরা পড়ে। এটা গুরুতর কিছু নয়, তবে মনে হচ্ছে সে কয়েক সপ্তাহের জন্য বাইরে থাকবে।” ২০২২-২৩ মৌসুমে আর্সেনালের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ২৬ ম্যাচে ১১টি গোল করেন জেসুস। শিরোপার লড়াইয়ে অনেকটা সময় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত লিগে রানার্সআপ হয় আর্তেতার দল। ২০২৩-২৪ মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ লিগে নিজেদের প্রথম ম্যাচে আগামী ১২ অগাস্ট নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে খেলবে আর্সেনাল।